Loading...

বগুড়ার বসুন্ধরা শুভসংঘ স্কুল পরিদর্শন করলেন ইমদাদুল হক মিলন

শীতের সকালের মিঠে রোদ যেন ঝকমক করে উঠেছিল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বড়কুমিড়া হাপুনিয়া পাড়ায়। অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী ঘুম ফেলে হাজির তাদের স্কুলের সামনে। নিজেরাই হাতে হাত লাগিয়ে শুরু করে বিদ্যালয়ের প্রবেশপথ সাজানোর কাজ। পাকা সড়কের মাথা থেকে স্কুল গেট পর্যন্ত টানানো সুতলিতে রঙিন কাগজ আর জরির ফুল লাগাতে ব্যস্ত সবাই।