জাতীয় শিশু দিবসে জলঢাকা বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ

 

জাতীয় শিশু দিবসে জলঢাকা বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আসাদুজ্জামান স্টালিন,জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে নীলফামারীর জলঢাকা বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা র‍্যালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।

রবিবার সকালে আমাদের হাসপাতাল চত্ত¡র হতে একটি আনন্দ র‍্যালি বের হয়ে জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র‍্যালিতে যোগ দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন উপজেলা নির্বাহী অফিসার জি,আর,সারোয়ার ও সহকারী কমিশনার(ভূমি) এ বি এম সারোয়ার রাব্বি।

 

শ্রদ্ধাঞ্জলি অর্পণ কালে শিক্ষার্থীদের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবির, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ,উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌস রহমান, উপজেলা শিক্ষা অফিসার শরিফা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামান,জলঢাকা পৌর প্যানেল মেয়র রনজিৎ রায় প্রমূখ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার জি,আর সারোয়ার বলেন, আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে এই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা র‍্যালি করে বঙ্গবন্ধু চত্বরে সুশৃঙ্খল ভাবে তারা পুস্পস্তাবক অর্পণ করেছে। এটি দেখে আমরা অত্যন্ত বিমোহিত হয়েছি। তাদের শ্রদ্ধা নিবেদন এবং ইতিহাস জানার যে আগ্রহ সেই জায়গাটাকে সাধুবাদ জানাই। আমি বসুন্ধরা শুভসংঘ স্কুলের সাফল্য কামনা করছি।

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *