নীলফামারীতে এতিমদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল
নীলফামারীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বসুন্ধরা শুভসংঘ জেলার শাখার উদ্যোগে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি বাইতুল আমান বাগে জান্নাত নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতিমদের সঙ্গে একই কাতারে বসে ইফতার মাহফিলে অংশ নেন শুভসংঘের সদস্যরা।
ওই ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক ও মাদ্রাসার উপদেষ্টা মো. মজিবর রহমান। এসময় বসুন্ধরা শুভসংঘের নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন কালের কণ্ঠের প্রতিনিধি ভুবন রায় নিখিল, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুস সুবাহান, মো. আবুয়াল হোসেন, শুভসংঘের সদস্য বিধান চন্দ্র রায়, মনি চন্দ্র রায় প্রমুখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিনে আয়োজিত ওই ইফতার মাহফিলে বক্তারা বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে তুলে ধরেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এসময় আলোকিত মানুষ হয়ে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে গড়ে উঠার আহŸান জানান শিক্ষার্থীদের।
শেষে সেখানে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোওয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মো. রাসেল রানা।