এতিমদের জন্য পটিয়া শুভসংঘের শিক্ষাসামগ্রী
নয় বছরের জিলানী। পটিয়ার ইমাম হোসাইন ( রা🙂 বহুমুখী ইসলামী কমপ্লেস্ক এতিমখানায় পড়ে সে। জিলানীর মত প্রায় পঞ্চাশ শিক্ষার্থী পড়াশোনা করে এই এতিমখানায়। এখানে কারো বাবা নেই, কারো মা নেই আবার কারো নেই বাবা মা কেউ। মানুষের দেওয়া অর্থে কোন রকমে চলে এই ছেলেগুলোর পড়াশোনা। এবার এতিম এই শিশুদের হাতে শিক্ষাসামগ্রী প্রদান করল পটিয়া শুভসংঘ।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, সাজ্জাদ হোসাইন, মইনুদ্দিন আরিফ।
এতিমখানার প্রতিষ্টাতা ও প্রধান পৃষ্টপোষক আলহাজ্ব মুহাম্মদ আবু বাকার আলকাদেরী বলেন, ” আমি বসুন্ধরা শুভসংঘের সদস্যদের প্রতি কৃতজ্ঞ তারা এই এতি প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী প্রদান করায়। কারণ এতিমখানার এই সামগ্রীগুলো খুব দরকার ছিল। শুভসংঘ আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ শুভসংঘকে এই এতিম বাচ্চাগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য। পরম করুনাময় শুভসংঘের সবাইকে এই ভাবে পাশে মানুষের পাশে থাকার তৌফিক দান করুন।“
বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার উপদেষ্টা মো. সাইফুদ্দিন বলেন,” শুভসংঘ প্রতিষ্টালগ্ন থেকেই মানুষের পাশে থেকে কাজ করে আসছে। আমরাও এই ভালো কাজের অংশ হতে পেরে ভালো লাগছে। আমরা ভবিষ্যতে আরো বড় উদ্যোগে নিতে চাই শুভসংঘ থেকে এই এতিমদের জন্য।“