শহীদদের স্মরণে রাজধানীতে বসুন্ধরা শুভসংঘের গল্প লিখন প্রতিযোগিতা
জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ও শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ‘জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা‘ শিরোনামে ছোট গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সংগঠনটির গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা এ কর্মসূচির আয়োজন করে।
আজ রবিবার (০৬ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর আজিমপুরে গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স ক্যাম্পাসে আন্দোলনে শহীদদের স্মরণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার সভাপতি মুসলেমিনা সুলতানা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানিয়া তানজিমসহ বিপাসা বিথী, নুরে জান্নাত, আয়েশা আক্তার মৌসুমি, সীমা রানী সাহা, আনিয়া তাসনিম, নুরে রিতিকা, আয়েশা সিদ্দিকা, সুমি আক্তার, প্রাপ্তি, সুমাইয়া ইসলাম বিহান ও লামিয়া রওশন।