সাহিত্য আড্ডা

ইডেন মহিলা কলেজে বসুন্ধরা শুভসংঘের ‘সাহিত্য আড্ডা’

 

বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার উদ্যোগেসাহিত্য আড্ডারআয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (০৪ অক্টোবর) বিকালে রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

সাহিত্য আড্ডায় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা কয়েকটি কালজয়ী উপন্যাসের বই নিয়ে আলোচনা করে। সংগঠনটির সদস্য আঁখি মনি বিভূতিভূষণ বন্দোপাধ্যায়েরহীরে মানিক জ্বলেও তাসনোভা তুষি  ‘আরণ্যকবইটি নিয়ে এবং ইফফাত সুলতানা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরএকটি কালো মেয়ের কথাবইটি নিয়ে আলোচনা করেন।

এছাড়া আড্ডায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবনী নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, তাসনোভা তুষি, আঁখি মনি, ইফফাত সুলতানা, সানজিদা নীলা, তাসলিমা, জ্যোতি, রোমানা, জিনিয়া, বিথি ও সাহিদা সুলতানা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *