জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে বসুন্ধরা শুভসংঘের কর্মসূচি
জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ও শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা‘ শিরোনামে ছোট গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আন্দোলনে নিজের অভিজ্ঞতা সাহিত্যের ভাষায় বর্ণনা করতে শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটির দিনাজপুর সরকারি কলেজ শাখা।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় জেলা শহরের দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. স্বপন আলী, সহ–সভাপতি মো. আব্দুল্লাহ আল মুরাদ সুইন, জয় শেখ, অরুপ রায়, আপন দেবনাথ, সাধারণ সম্পাদক মাঈশা হুমায়রা ইতু৷ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব ইসলাম, মো. আরিফ, প্রদিপা রানী রায়, প্রচার সম্পাদক সানোয়ার হোসেন শান্ত, ক্রীড়া সম্পাদক জোতির্ময় রায় ও কার্যকরী সদস্য কাইয়ুম হাসানসহ আরও অনেকে।
গল্প লিখন প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে মো. ইয়াছির আরাফাত বলেন, অকুতোভয় বাংলার মানুষ মৃত্যুভয় উপেক্ষা করে এক বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করেছে। বাংলাদেশের এ স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। আবু সাঈদ ও মীর মুগ্ধসহ অন্যান্য শহীদের জন্য হলেও এ স্বাধীনতা রক্ষায় আমরা সচেষ্ট থাকব। জনসাধারণকে জুলাই বিপ্লবের বিভিন্ন অজানা ঘটনা জানাতে আমরা এ গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করেছি। অভিজ্ঞতার আলোকে লেখা এ গল্পগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিব।