ঢাকা কলেজে জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে বসুন্ধরা শুভসংঘের গল্প লিখন প্রতিযোগিতা
জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে ও শহীদদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘জুলাই বিপ্লবে আমার অভিজ্ঞতা‘ শিরোনামে ছোট গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আন্দোলনে নিজের অভিজ্ঞতা সাহিত্যের ভাষায় বর্ণনা করতে এ কর্মসূচির আয়োজন করে চলছে সংগঠনটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক শাখাগুলো। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের নিয়ে ঢাকা কলেজ শাখা এ কর্মসূচির আয়োজন করে।
আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন শিহাব, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, কার্যকরী সদস্য মিরাজ বেপারীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন শিহাব বলেন, জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে আমরা এ কর্মসূচির আয়োজন করেছি। পাশাপাশি আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।