আন্দোলনে শহীদদের স্বরণে ঢাবিতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ
স্বৈরাচার বিরোধী ছাত্র–জনতা আন্দোলনে নিহতদের স্বরণে বৃক্ষরোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ ঢাবি শাখা।
এ সময় বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আরবি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আফিয়া আন্তার মিম্মা, বেগম রোকেয়া হল শাখার সভাপতি শিরিন আক্তার, শামসুন নাহার হল শাখার সাধারণ সম্পাদক রিমা আক্তার।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে আয়োজকরা বলেন, ‘ছাত্র–জনতা আন্দোলনে নিহত সকল শহীদের স্বরণে আমরা এ পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করেছি। সেই সঙ্গে সকল শহীদের আত্মার শান্তি কামনা ও যারা আহত হয়েছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।‘