রাজধানীর মিরপুরের শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা 

 

পাঁচ বছর বয়সী সাইফুদ্দিন রাজধানী মিরপুরের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সাইফুদ্দিনের  বাবা একজন সামান্য চা দোকানদার তার সামান্য আযয়ে পরিবারের সকলের ভরণপোষণ করা সম্ভব হয়না। ছেলের পড়াশোনার খরচ তো বহন করতে পারো না সাইফুদ্দিনের দুই ভাই একই পোশাক পরে স্কুলে যেত বড় ভাই স্কুল থেকে আসার পর ছোট ভাই একই পোশাক পরে স্কুলে যেত এতে তাদের দুজনের স্কুলে যাতায়াতে ব্যাঘাত ঘটত। সাইফুউদ্দিনের এমন অবস্থা জানতে পারে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। 

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সাইফুদ্দিনের হাতে তার স্কুলের পোশাক এবং শিক্ষা উপকরণ বাবদ নগদ অর্থ তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সদস্য শাঈন কাদির ইমন। স্কুলের পোশাক ও শিক্ষা উপকরণ বাবদ অর্থ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাইফুদ্দিনের পরিবার। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *