দিনাজপুরে মাদ্রারাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকারণ দিল বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে মাদ্রারাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকারণ দেওয়া হয়।
রবিবার বিকালে দিনাজপুরের গোলাপবাগ মদিনাতুল উলুম ক্কওমী মাদ্রারাসা শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকারণ তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার বন্ধুরা।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি স্বপন আলী, সহ সভাপতি জয় শেখ, ক্রিড়া সম্পাদক জোতির্ময় রায়,তথ্য প্রযুক্তি সম্পাদক আজরিন রহমান আন্না,শিক্ষা সম্পাদক হুমাইরা হিমু,অ্যাপায়ন সম্পাদক স্বপ্না রানী,কার্যকরী সদস্য হৃদয়,রাসেল প্রমুখ।