সারিয়াকান্দি উপজেলা কমিটির পক্ষ থেকে দুস্থ পরিবারটিকে মানবিক সহায়তা প্রদান করে
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের দূর্গম চর জামথলে বাড়ি রহমত আলীর। পেশায় গার্মেন্টস শ্রমিক রহমত আলী কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তিনি। দুই কন্যা সন্তানের জনক রহমত আলীর স্ত্রী এখন স্বামীহারা হয়ে খুবই বিপদে আছেন কিভাবে সংসার চলবে, বড় মেয়ের লেখাপড়ার খরচ কিভাবে আসবে ইত্যাদি দুশ্চিন্তায় তার রাতের ঘুম হারাম। ২ মেয়ের মধ্যে বড়ো মেয়ে ১ম শ্রেণীর ছাত্রী ও ছোট্ মেয়ে ৩ বছরের। নিজেদের জমি না থাকায় লাশ দাফন করা হয় স্থানীয় স্কুলের জমিতে। থাকেন স্থানীয় মেম্বারের জমিতে ঘর তুলে।
লাশ দাফনের টাকা ছাড়া আর কোন সাহায্য সহযোগিতা তিনি পান নাই বিষয়টি সারিয়াকান্দি উপজেলা শুভ সংঘের নজরে এলে তারা জেলা কমিটির সাধারণ সম্পাদক কে জানেন। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় জেলা কমিটি সহ সারিয়াকান্দি উপজেলা কমিটির পক্ষ থেকে দুস্থ পরিবারটিকে মানবিক সহায়তা প্রদান করে।
মানবিক সহায়তা হিসেবে পরিবারটির হাতে পরিবারটির হাতে ২৫ কেজি চাউল, ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ২ কেজি মসুরের ডাল, ২ কেজি আটা ও নগদ অর্থ প্রদান করা হয়।
পরিবারের পক্ষে সহায়তা গ্রহণ করেন নিহতের বড় ভাই আব্দুস সোবহান তিনি কান্না জড়িত কন্ঠে বলেন আপনেেগরে জন্যে মেলা দুয়া করমু, আল্লাহ যেন আপনেগেরে ভালো করে।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সহসাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, সারিয়াকান্দি উপজেলা শুভসংঘ সভাপতি সুজিত সাগর, সহসভাপতি সাহাদত জামান, সাধারণ সম্পাদক এস এস সুলতনুজ্জামান সাজু, কোষাধ্যক্ষ শাহিন আলম সহ অন্যান্য শুভার্থী।