গ্রাফিতি অঙ্কনকারী শিক্ষার্থী‌দের মা‌ঝে বসুন্ধরা শুভসং‌ঘের ফে‌সিয়াল টিস্যু বিতরণ

কু‌ড়িগ্রা‌মের চিলমারী‌তে প্রখর রোদ উপেক্ষা ক‌রে ঘা‌মে ভেজা শরী‌রে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নি‌য়ে গ্রাফিতি অঙ্কন ক‌র‌ছে শিক্ষার্থীরা। পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে তাদের পূর্বপ্রজন্মের অবদান। তা‌দের এমন কাজ দে‌খে এগি‌য়ে আসে শুভসংঘ। প‌রে শিক্ষার্থী‌দের মা‌ঝে শুভসংঘের পক্ষ থেকে বসুন্ধরা ফে‌সিয়াল টিস‌্যু সরবরাহ করা হয়।
জানা গে‌ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্যাগ, আত্মাহুতি ও সফলতাকে স্মরণীয় করে রাখতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বি‌ভিন্ন দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কন করছেন।নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষার্থীদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন ‌বি‌ভিন্ন স্থ‌রের মানুষ। ছাত্র-ছাত্রীদের তুলির ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পাচ্ছে ইট-সিমেন্টের দেয়ালগুলো। শিক্ষার্থীরা দেয়ালে আঁকা চিত্রকর্মে তুলে ধরছে বাংলাদেশের মানচিত্র, লাল-সবুজের পতাকা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা স্মৃতি, অসাম্প্রদায়িক চেতনা, আন্দোলনে শহীদ হওয়া রংপুরের আবু সাইদ কিংবা মুগ্ধর ‘পানি লাগবে পানি।’
এ সময় নু‌শিন, শি‌থি, সিন‌থিয়া, মুশ‌ফিকাসহ ক‌য়েকজন শিক্ষার্থী জানায়, শিক্ষার্থীদের এমন বৃহত্তর ত্যাগকে স্মরণ করতেই আমা‌দের এ আয়োজন। ২০২৪ সালকে দেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতে তাদের এই শিল্পকর্ম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *