রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের মাঝে টিস্যু বিতরণ
বসুন্ধরা টিস্যুর সহযোগিতায় রাজধানীর মিরপুরে ট্রাফিকের দায়িত্ব পালনকারী সাধারণ শিক্ষার্থী এবং দেয়ালিকার কাজে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে টিস্যু বিতরণ করা হয়।
শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর মিরপুর এলাকায় তীব্র ভ্যাপসা গরমে ক্ষুদ্র উপহারটি পেয়ে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শুভসংঘ সদস্যরা জানায়, ‘বরাবরের মতোই আমরা শুভসংঘ ভালো কাজের সঙ্গে আছি, আজ আমাদের টিস্যু বিতরণ কর্মসূচি ছিল। রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থী ও গ্রাফিতির কাজ করা শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরার উপহার টিস্যু বিতরণ করা হয়েছে। আমাদের শুভকাজের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।