কোটালীপাড়ায় শুরু হলো তিন মাসব্যাপী বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হলো তিন মাসব্যাপী বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কার্যক্রম। অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে শুভসংঘ এই উদ্যোগ গ্রহণ করে। আজ বুধবার ( ৩১ জুলাই) দুপুরে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে তিনমাস ব্যাপী এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কোটালীপাড়া উপজেলা মৎস্য অফিসার শাহাজাহান সিরাজ, সমাজ সেবা অফিসার রকিবুল হাসান শুভ, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, যমুনা টেলিভিশনের গোপালগঞ্জের দায়িত্বে থাকা সিনিয়র রির্পোটার মোজাম্মেল হোসেন মুন্না, সমবায় অফিসার সুমনা বিশ্বাস, কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুষার মধু, তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত চন্দ্র সমাদ্দার, কালের কন্ঠের জেলা প্রতিনিধি প্রসূন মন্ডল, কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলু প্রমূখ। এ সময় প্রশিক্ষক বুলু আরিন্দা, শুভসংঘ কোটালীপাড়া শাখার নির্ঝর চক্রবর্তী, সজল বালা, আশুতোষ দাস, শিব পোদ্দার উপস্থিত ছিলেন। কোটালীপাড়া উপজেলা শুভসংঘের সভাপতি পলাশ সরদার এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

কোটালীপাড়া শুভসংঘের সভাপতি পলাশ সরদার জানিয়েছেন, কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া আমার বাড়ি আমার খামার সমবায় সমিতির ৩০টি দরিদ্র পরিবারের ৩০জন নারীকে সেলাই প্রশিক্ষণ দেয়া হবে। এই সমিতির প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইসব নারীরা তিনমাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহন করে পোষাক তৈরী করতে সক্ষম হবে। স্বামীর স্বল্প আয়ের সাথে নিজেদের আয় যোগ করে পরিবারকে স্ববলম্বী করতে ভূমিকা রাখবে এই আশায় আমরা সেলই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা মৎস্য অফিসার শাহাজাহান সিরাজ বলেন, বসুন্ধরা শুভসংঘ নারীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করছে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সেই সাথে প্রশিক্ষণ প্রাপ্ত নারীরা যাতে সেলাই কাজ করে নিজেদের আয় বর্ধক কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারে সেই বিষয়ে আমি পর্যবেক্ষণ করবো।

অনুষ্ঠানের প্রধান অতিথি কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন, আজ বসুন্ধরা শুভসংঘ আপনাদের মাঝে ছুটে এসেছে। আপনাদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করতে। আপনারা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন। পরবর্তিতে সেলাই কাজের মাধ্যমে আয় করে পরিবারের স্বচ্ছলতা বৃদ্ধি করবেন। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য এইসব অর্থ খরচ করতে পারবেন। শুভসংঘের এই উদ্যোগ আমার কাছে খুবই প্রশংসার দাবী রাখে। বসুন্ধরা শুভসংঘ শুধু সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকে না। তারা শীতকালে কম্বল, বস্ত্র, পরিবেশ রক্ষায় গাছেরচারা রোপন, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, দরিদ্র বা নিন্ম আয়ের মানুষদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম করে থাকে। এইসব কাজের জন্য শুভসংঘের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *