পঞ্চম দিনের মতো ট্রাফিক নিয়ন্ত্রণে বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখা
পঞ্চম দিনের মতো সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছে বসুন্ধরা শুভসংঘ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) শাখার সদস্যরা।
সড়কে ট্রাফিক পুলিশ অনুপস্থিত থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত শুক্রবার (৯ আগস্ট) থেকে রাজধানী উত্তরার বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি ও গ্রাফিতি আঁকছেন তারা।
এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আইইউবিএটি‘র সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. ফরহাদ হোসাইন, সহযোগী অধ্যাপক ড. সজল সাহাসহ জুহি জান্নাত মিম, আনাস বিন হাফিজ, আসাদুজ্জামান শিশির, মেহেদী আকন্দ, ইশরাত ইরা ও রেজওয়ান হোসেন সাকিল প্রমুখ।
এ সময় সাদেকুল ইসলাম বলেন, ‘নতুন প্রজন্মের তরুণ যোদ্ধাদের সঙ্গে কাজ করছে সারা দেশের বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। কখনো রোদ বা বৃষ্টি থেকে বাঁচাতে ছাতা নিয়ে, কখনো পানি নিয়ে, আবার কখনো দুপুরের খাবার বা সকালের নাস্তা নিয়ে। আমাদের উদ্দেশ্য সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার।‘