সাধারণ শিক্ষার্থীদের সাথে গ্রাফিতি কার্যক্রমে অংশ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ
দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের সাথে দেয়াল অঙ্গন ও গ্রাফিতি কার্যক্রমের মাধ্যম নতুন সম্ভাবনায় বাংলাদেশের বিনির্মানের গল্প ছড়িয়ে দিচ্ছেন। বসুন্ধরা টিস্যুর সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের সাথে গ্রাফিতি কার্যক্রমে অংশ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সোমবার (১১ আগস্ট) রাজধানীর মিরপুরের বিভিন্ন দেয়ালে গণঅভ্যূত্থান সংশ্লিষ্ট নানা গ্রাফিতি অঙ্কন করেন সংগঠনের সদস্যরা।
এসময় শিক্ষার্থীরা জানায়, দেয়ালে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে আমরা এক পরিচ্ছন্ন সুন্দর বাংলাদেশ বিনির্মানের বার্তা দিচ্ছি। আমরা বিগত বছরে দেশের ঘটে যাওয়ার নানা অন্যায়ের প্রতিবাদে জানান দিচ্ছি। তরুণদের দমিয়ে রাখা যাবে না। দেশের প্রয়োজনে আমরা যেকোন ধরনের কাজ করতে প্রস্তুত।