সাভারে ট্রাফিক নিয়ন্ত্রণকারী স্বেচ্ছাসেবীদের ছাতা দিল বসুন্ধরা শুভসংঘ

বিগত কয়েকদিন ধরে সড়কে পুলিশ অনুপস্থিত থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে স্বেচ্ছাসেবীরা। ঢাকার সাভারেও সড়কে ট্রাফিক শৃঙ্খলায় ও নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। রোদ ও বৃষ্টির মধ্যে ট্রাফিক পুলিশের ভূমিকায় থাকা স্বেচ্ছাসেবীদের কাজ করতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

স্বেচ্ছাসেবীদের এ কষ্ট কিছুটা লাঘব করতে গত কয়েকদিনে সাভারের বিভিন্ন স্থানে উপহার হিসেবে ছাতা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। এ ধারাবাহিকতায় আজও স্বেচ্ছাসেবীদের ছাতা উপহার দেওয়া হয়েছে।

সোমবার (১২ আগষ্ট) বেলা ১১টায় সাভার পৌর এলাকার পাকিজা বাস স্ট্যান্ডে বসুন্ধরা শুভসংঘ ঢাকা জেলা শাখার উদ্যোগে ও বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।

ছাতা পেয়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানায়। এ সময় তারা বলেন, আমরা নিজ উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি যাতে যানজট না হয়। রাষ্ট্র সংষ্কারের অংশ হিসেবে আমাদের এ উদ্যোগ। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ  রাষ্ট্র সংষ্কারের কাজে আমাদের পাশে থাকার জন্য।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *