উত্তরায় পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণে বসুন্ধরা শুভসংঘ
শিক্ষার্থীদের উদ্যোগে চলছে রাষ্ট্র সংষ্কারের কাজ। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, গ্রাফিতি অংকন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে তারা। এ সংষ্কার কাজে দেশের বিভিন্ন স্থানে অংশ নিয়েছে বসুন্ধরা শুভসংঘের সদস্যরাও। তারই ধারাবাহিকতায় সংগঠনটির ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) শাখার সদস্যরা এসব কর্মসূচি পালন করে।
আজ শনিবার (১১ আগস্ট) সকাল থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ, গ্রাফিতি অংকন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখা। এ কার্যক্রমে বসুন্ধরা সিমেন্ট স্বেচ্ছাসেবকদের ছাতা উপহার দেয়।
এ কার্যক্রম পরিচালনা করছেন সংগঠনটির আইইউবিএটি শাখার সভাপতি জুহি জান্নাত মিম, সাধারণ সম্পাদক মাহতাব হোসেন নাঈম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শিশির, সহ ইভেন্ট সম্পাদক মেহেদি হাসান আকন্দ, কার্যকরী সদস্য ইশরাত ইরা, সাধারণ সদস্য রেজওয়ান হোসাইন, সাকিল ও উম্মে ফাতেমাতুজ জোহরাসহ আরও অনেকে।
এ সময় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, মানবসেবায় নিজেদের নিয়োজিত রেখে অনুধাবন করেছি মানসিক শান্তির এক বিশাল পাহাড়, যা সশরীরে না থেকে অনুধাবন যোগ্য নয়। দেশের এই সংকটময় সময়ে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সাধারণ জনগণের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।
তারা আরও বলেন, গনতন্ত্র পুনরুদ্ধারের পর আমাদের আমাদের সবার প্রধান কাজ হোক নিজে স্বচ্ছ থাকা এবং আশেপাশের পরিবেশেকে স্বচ্ছ রাখা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।