সাভারে রোদ-বৃষ্টি থেকে রক্ষায় স্বেচ্ছাসেবীদের ছাতা দিল বসুন্ধরা শুভসংঘ
দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন দেয়ালে ও সড়ক বিভাজকে নানা লেখা মুছে ফেলছেন।
পরে সেখানে আঁকা হচ্ছে ছাত্র–জনতার আন্দোলন ঘিরে গৌরবময় নানা গ্রাফিতি। রঙিন দেয়ালগুলো যেনো গণঅভ্যুত্থানের উদাহরণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীরা তাদের ‘দ্রোহের ভাষা’ ছড়িয়ে দিচ্ছেন গ্রাফিতির মাধ্যমে।
ঢাকার সাভারেও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। তবে কখনো প্রখর রোদ, আবার কখনো ঝুম বৃষ্টি– এমন আবহাওয়ার মাঝে কাজ করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। তাদের এ কষ্ট কিছুটা লাঘব করতে ট্রাফিক শৃঙ্খলায় নিয়োজিত স্বেচ্ছাসেবী ও গ্রাফিতি চিত্রকরদের ছাতা উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
রবিবার (১১ আগস্ট) বেলা ১১টায় ঢাকার সাভারের পৌর এলাকার থানা স্ট্যান্ডে বসুন্ধরা শুভসংঘ ঢাকা জেলা শাখার উদ্যোগে ও বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।
ছাতা পেয়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানায়। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব হোসেন ফাহিম বলেন, ‘পরবর্তীতে যে সরকার দেশ পরিচালনার দায়িত্ব পাবে, তারা শিক্ষার্থীদের এসব গ্রাফিতি আর্টগুলো দেখে যেনো বুঝতে পারে যে কোনো রকম স্বৈরাচারী কর্মকাণ্ড এ দেশে চলবে না।‘
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবীর খাঁন। সংগঠনটির পক্ষ থেকে তিনি বলেন, ‘রাষ্ট্র সংষ্কারের কাজে শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছে, তা অভাবনীয়। শিক্ষার্থীদের উদ্দেশ্য বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করা। বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে তাদের যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত আছে।‘