রাজধানীতে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা কর্মসূচি
রাজধানী ঢাকায় সড়ক পরিষ্কার–পরিচ্ছনতা কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। শনিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর কাফরুল এলাকার বিভিন্ন সড়ক পরিষ্কার করে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
রাজনৈতিক প্রেক্ষাপটে স্থবির হয়ে পড়ে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম। এ কারণে বিগত কয়েকদিনে সড়কে ময়লা–আবর্জনার স্তুপ তৈরী হয়। রাষ্ট্র সংষ্কারের অংশ হিসেবে রাজধানী ঢাকাকে আবর্জনা মুক্ত শহরে পরিণত করতে চায় শিক্ষার্থীরা। এ উদ্যোগকে বাস্তবায়িত করতে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ।
এ প্রসঙ্গে বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির প্রচার–প্রকাশনা ও তথ্য–প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সর্বদা শুভ কাজে সবার পাশে থাকে। দেশ ও মানুষের ভালো হয়– আমাদের সংগঠনের সকল সদস্য এ প্রত্যয় বুকে ধারণ করেন।‘