সাভারে সড়কে শৃঙ্খলায় নিয়োজিত শিক্ষার্থীদের ছাতা দিল বসুন্ধরা শুভসংঘ
দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। ঢাকার সাভারেও সড়কে বিশৃঙ্খলারোধে ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। তাদের মধ্যে রয়েছে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও।
যে বয়সে বন্ধুদের সঙ্গে আড্ডা ও খেলাধুলায় মজে থাকার কথা কিংবা বিদ্যালয়ে অথবা ঘরে বসে পড়ালেখায় ব্যস্ত থাকার কথা, ঠিক সেই বয়সে রাষ্ট্র সংষ্কারের কাজে অংশগ্রহণ করতে এসেছে তারা।
তবে কখনো রোদ, আবার কখনো বৃষ্টি– এমন আবহাওয়ার মাঝে কাজ করতে বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশের ভূমিকায় থাকা এ সব শিক্ষার্থীদের। তাদের এ কষ্ট কিছুটা লাঘব করতে ট্রাফিক শৃঙ্খলায় নিয়োজিত স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ছাতা উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় ঢাকার সাভারের পৌর এলাকার পাকিজা বাস স্ট্যান্ডে বসুন্ধরা শুভসংঘ ঢাকা জেলা শাখার উদ্যোগে ও বসুন্ধরা সিমেন্ট এবং মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।
ছাতা পেয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করে ও বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানায়। এ সময় নবম শ্রেণির শিক্ষার্থী নেহা বলেন, ‘ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তায় অনেক যানজটের সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় আমরা ট্রাফিকের দায়িত্ব নিয়ে রাস্তার যানজট কমানোর চেষ্টা করছি। কিন্তু এই রোদবৃষ্টির মাঝে রাস্তায় কাজ করতে বেশ কষ্ট হয়। তবুও আমরা দেশ সংষ্কারে প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। বসুন্ধরা গ্রুপের সকলকে ধন্যবাদ, দেশ সংষ্কারের এ কাজে আমাদের পাশে থাকার জন্য।‘
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা জেলা শাখার সহ–সভাপতি সাব্বির আহমেদ শোভন ও সাংগঠনিক সম্পাদক আবীর খাঁন।