মিরপুরে সড়কে শৃঙ্খলায় নিয়োজিত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ছাতা দিল বসুন্ধরা শুভসংঘ
রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সেঁজুতি রহমান। ১৭ বছর বয়সী সেঁজুতির যখন বন্ধুদের সঙ্গে আড্ডা ও গল্পে মজে থাকার কথা কিংবা ঘরে বসে পড়ালেখায় ব্যস্ত থাকার কথা, ঠিক সে বয়সেই স্বেচ্ছায় রাজধানীর ব্যস্ততম মিরপুর ১০ থেকে ভাষানটেকমুখী সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছে সে।
কেবল সেঁজুতিই নয়, ব্যস্ততম এই সড়কে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার স্বেচ্ছাসেবীরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করে চলছে। কিন্তু প্রখর রোদের তাপে পুড়ে, আবার কখনো বৃষ্টিতে ভিজে কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের। এ কষ্ট কিছুটা লাঘব করতে ট্রাফিক শৃঙ্খলায় নিয়োজিত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ছাতা উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বসুন্ধরা সিমেন্ট ও মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে শতাধিক ছাতা বিতরণ করা হয়।
ছাতা পেয়ে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব, গোলাম রাব্বি, ওয়ালী খান, ইউসুফজাই, মারুফ ও তাসিন।