বীরগঞ্জে আশ্রয়নের বাসিন্দাদের সবজির চারা ও বীজ দিল বসুন্ধরা শুভসংঘ
দিনাজপুরের বীরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের দৃষ্টিনন্দন সারি সারি রঙিন ঘরের আঙিনায় বিষমুক্ত ও নিরাপদ সবুজ শাক-সবজির বাগান তৈরির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আশ্রয়কেন্দ্রে বসবাসকারী পরিবারের মাঝে বিনামূল্যে শাক-সবজির চারা বিতরণ করা হয়েছে।
২ আগস্ট শুক্রবার সকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের নোখাপাড়া ১ আশ্রয় প্রকল্পের ৭নং ওয়ার্ডে বসবাসকারী পরিবারের মাঝে লাউ,সিম,বরবটি, পেপে, পালং শাক,মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির বীজ ও চারা বিতরণ করে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
সবজির চারা পেয়ে খালেদা বেগম(৪৫)বলেন, বসুন্ধরা শুভসংঘ হতে বিনামূল্যে কয়েক প্রকার সবজির চারা ও বীজ পেলাম এগুলো আমি রোপণ করবো তা দিয়ে আমার পরিবারের প্রয়োজন মিটবে কিন্তু বর্তমানে যে সবজির দাম আমাদের মতো গরিব মানুষদের কাছে মাছ, মাংস কিনে খাওয়া তো দূরের কথা শাক – সবজি কিনতে হিমশিম খাচ্ছি।
শহীদুল ইসলাম(৭০) বলেন বসুন্ধরা শুভসংঘ আমাদের সবজির বীজ ও চারা দিয়েছে আমি আমার ঘরের আঙ্গিনায় এই সবজি চারা রোপণ করবো ফলে আমাদের সংসারের সবজির চাহিদা মেটাবে ও বাড়তি আয় হবে।
এ ব্যাপারে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ শাখার সভাপতি ফরহাদ হোসেন বলেন, শাক-সবজি চারা বিতরণের ফলে আশ্রয়ন প্রকল্পের পরিবারগুলোর দৈনন্দিন সবজির চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে ।
এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন,সহসভাপতি মোজাম্মেল হক, মোঃ জিয়াউর রহমান, সাদেকুল ইসলাম প্রমুখ।