ক্ষেতলালে এতিম শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
জয়পুরহাটে ক্ষেতলালে এতিম শিশুদের নিয়ে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। মৌসুমি ফল উৎসবে আনন্দে মেতে ওঠে এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার এতিম ও শিশু শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২ রা জুলাই) সকাল ১০টায় জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় এতিম শিশুদের নিয়ে এ ফল উৎবের আয়োজন করা হয়। এ সময় আম, কাঁঠাল, পেয়ারা, মালটা, আপেল, কমলা, খেজুর, কলা সহ বিভিন্ন ধরনের মৌসুমি ও দেশীয় ফল শিশুদের মাঝে পরিবেশন করা হয়।
প্রতিষ্ঠনটির সহকারী মাওলানা মোঃ জুয়েল হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ প্রত্যন্ত অঞ্চলের এতিম শিশুদের নিয়ে আজ যে আয়োজন করেছে এতে আমরা খুব খুশি হয়েছি। তাদের এমন মহতি কাজের প্রতিদান আল্লাহ অবশ্যই দান করবেন।
আনন্দে উৎফুল্ল হয়ে শিশুরা বলেন, আজ আমরা অনেক খুশি। আমরা সবাই মিলে একসাথে এতোগুলো ফল খেতে পাব। আমরা কখনো এমন আয়োজন আগে দেখিনি। আমাদের অনেক ভালো লেগেছে এমন আয়োজনে। কৃতজ্ঞতা বসুন্ধরা শুভসংঘের প্রতি।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ, বসুন্ধরা শুভসংঘের ক্ষেতলাল শাখার উপদেষ্টা রানা চৌধুরী, সাংগনিক সম্পাদক শাহিনুর রহমান, সদস্য আবু জাফর, রাজু আহমেদ, আবু ইউছুফ, আঃ খালেক, আল আমিন, রিফাহ্ ও ফাহমিদা রোশনি প্রমুখ।