সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে বসুন্ধরা শুভসংঘ বাঙলা কলেজ শাখা

ছাত্রজনতার আন্দোলনের পর বর্তমানে শিক্ষার্থীদের উদ্যোগে চলছে রাষ্ট্র সংষ্কারের কাজ। রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সমাধানে নানা উদ্যোগ গ্রহণ করছেন তারা। তার মধ্যে অন্যতম সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ।

ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সে সময় শিক্ষার্থীরা শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব গ্রহণ করে। এখন সড়কে ট্রাফিক পুলিশ ফিরলেও শিক্ষার্থীরা তাদের সহায়তায় কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বসুন্ধরা শুভসংঘ সরকারী বাঙলা কলেজ শাখার সদস্যরা সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে।

গত শুক্রবার (৯ আগস্ট) থেকে রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। প্রতিদিন পালা করে তারা এ দায়িত্ব পালন করছেন।

সংগঠনটির সদস্যরা বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা দায়িত্ব পালন করছি। আমরা দুটি গ্রুপে ভাগ হয়ে কাজ করছি। একটি সকালে ও আরেকটি বিকালে। এখন ট্রাফিক পুলিশ ফিরে এসেছে। তবুও আমরা তাদের সহায়তায় সড়কে রয়েছি। এ দেশ আমাদের, দেশকে ভালো ও সুন্দর রাখার দায়িত্বও আমাদের।

জীবন০১৬১২৬৫৭৫৮৫

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *