দিনাজপুর সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগীতা
বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ৫৭ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কুইজ প্রতিযোগীতার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ কলেজ শাখার বন্ধুরা।
কুইজ প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জেহাদ সরকার।
এসময় প্রধান অতিথি জেহাদ সরকার বলেন, শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতা আয়োজন করার জন্য আমি বসুন্ধরা শুভসংঘের সদস্যদের সাধুবাদ জানাই।
৫৭ জন শিক্ষার্থী লিখিত কুইজ প্রতিযোগীতা অংশগ্রহণ করে সর্ব্বোচ বেশী উত্তর দাত্তা বিজয়ী ১০জনকে পুরুস্কার দেওয়া হয়।
১০ জন বিজয়ী হলেন,বকুল হোসেন (১ম) ,ভাস্কর রায় (২য়),হারুন আর রশিদ (৩য়),হুমাইরা হিমু(৪র্থ),জেমি (৫ম),উজ্জ্বল (৬ষ্ঠ),বাপ্পি(৭ম),স্বপ্না রানী(৮ম),শারমিলা মাহ্জাবীন(৯ম),নিশাত তাসনিম পায়েল (১০ম)।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ, দপ্তর সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি স্বপন, সাধারণ সম্পাদক রিদিতা, কার্যকরী সদস্য লিমা,অঞ্জলি,আনান, হিমু,আবু তাহের ইমন,প্রদিপা,ইসমাইল,আরিফ,মাহবুব,জয় শেখ,রিমা,মুরাদ,কনা,নিপন,নুপুর, রাসেল,তমা,স্বপ্না,হৃদয়,মিতু,ইতি,রিয়াজ, ফজলে রাব্বি, তাহাসিন, সুমন প্রমুখ।