কু‌ড়িগ্রা‌মে বন‌্যার্ত‌দের মা‌ঝে শুভসং‌ঘের শুক‌নো খাবার বিতরণ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বসুন্ধরা শুভসং‌ঘের উদ্যো‌গে ব‌ন‌্যা দুর্গত মান‌ু‌ষের মা‌ঝে শুকনো খাবার বিতরণ করা হ‌য়ে‌ছে। বুধবার (১০ জুলাই) বি‌কে‌লে ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত উপ‌জেলার সীমান্তবর্তী ইউনিয়‌ন সা‌হে‌বের আলগার চর ঘুঘুমারী‌তে শতা‌ধিক প‌রিবা‌রের মা‌ঝে শুক‌নো খাবার ও ওষুধ বিতরণ করা হয়।

খাদ‌্য সামগ্রীর ম‌ধ্যে ছিল, মু‌ড়ি, চিড়া, গুড়, বিস্কুট, পাা‌নি বিশুদ্ধকরণ ট‌্যাব‌লেট, মেট্ট‌নিডাজল, টি‌সি, ক‌ট্রিম, প‌্যারা‌সিটামল ও খাওয়ার স‌্যালাইন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, কা‌লের কণ্ঠর আঞ্চ‌লিক প্রতি‌নি‌ধি রোকনুজ্জামান মানু, বসুন্ধরা শুভসংঘ উলিপুর উপ‌জেলা শাখার সভাপ‌তি নূ‌রে আলম সি‌দ্দিকী, উপ‌দেষ্টা সাজাদুল ইসলাম, সহ-সভাপতি আইনুল ইসলাম, স্বাস্থ্য সহকারী বিএম আব্দুল ওহাব শাহ প্রমুখ।

ওই এলাকার বা‌ছের আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬২) ব‌লেন, ‘গেদার বাপও যেবা পঙ্গু, বাড়িও তলা গেছে। আন্দাবাড়ি ও যাওয়ারো কোনো পথঘাট নাই। কেউ কোনো খোঁজ খবরও নেয় নাই।আপনেগরে প্রথম আম‌গো‌রে কিছু দি‌লেন।’

সা‌হের আলগা ইউনিয়‌নের আট নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস‌্য নুরুন্নবী প্রামা‌ণিক ব‌লেন, প্রায় দশ দিন ধ‌রে এ এলাকার মানুষ পা‌নিব‌ন্দি। বের হওয়ার কো‌নো পথ নেই। পা‌নিব‌ন্দি এসব মানুষের সীমাহীন দু‌র্ভোগ। বর্তমা‌নে পা‌নি কিছুট‌া কম‌লেও মানু‌ষের দু‌র্ভোগ ক‌মে‌নি। ত‌বে আমার এলাকায় সরকা‌রি-‌বেসরকা‌রিভা‌বে কো‌নো ত্রাণ সহায়তা পৌঁছায়‌নি। বসুন্ধরা গ্রু‌পের শুক‌নো খাবার পে‌য়ে এসব মানুষ উপকৃত হ‌য়ে‌ছে।

বসুন্ধরা শুভসংঘ উলিপুর উপ‌জেলা শাখার সভাপ‌তি নূ‌রে আলম সি‌দ্দিকী ব‌লেন, বসন্ধুরা গ্রুপ সব সময় উলিপু‌রের অসহায় মানু‌ষের পা‌শে দাঁড়ায়। এরই ধারাবা‌হিকতায় আজ‌কের এই প্রোগ্রাম। বসুন্ধরা গ্রু‌পের মান‌বিক কাজগু‌লো প্রশংসনীয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *