বসুন্ধরা শুভসংঘ স্কুলে ফল উৎসব

গ্রীষ্মের ভ্যাপসা গরমে একঘেয়েমি বা ক্লান্তি কাটাতে মৌসুমি ফলের জুড়ি মেলা ভার। তৃপ্ত করার পাশাপাশি শক্তি জোগাতেও কাজ করে এসব ফল। মৌসুমি ফলে মৌসুমি রোগবালাইয়ের প্রতিষেধক থাকে এবং শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শিক্ষার্থীদের মৌসুমি ফলের স্বাদ দিতে বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার আয়োজনে আজ রবিবার (২৮ জুলাই) শুভসংঘ স্কুলের অর্ধশতাধিত শিক্ষার্থীকে নিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। এসময় শিক্ষার্থীদের নানা ধরনের মৌসুমী আম দিয়ে আপ্যায়ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি  আবু সায়েম আকন্দ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা শান্তা ইসলাম নুপুর, মিনজুআরা বেগম, শুভসংঘ সদস্য রাকিবুল হাসান, সেতু, জান্নাত। 

আয়োজকরা জানায়, শুভ কাজে সবার পাশে স্লোগানকে ধারণ করে শুভসংঘ তাঁর কর্মপরিকল্পনা সাজায়। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন মৌসুমি ফলের স্বাদ দিতেই আমাদের এই আয়োজন। আগামীতে আমাদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *