কালিয়াকৈরে নিন্ম আয়ের মানুষদের খাবার দিল বসুন্ধরা শুভসংঘ
গাজীপুরের কালিয়াকৈরে অসহায় শ্রমজীবী ও দিনমজুর মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার সফিপুর এলাকায় নিন্ম আয়ের মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
খাবার পেয়ে দিনমজুর মো. ইদ্রিস বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বসুন্ধরা গ্রুপের সমৃদ্ধি কামনা করেন।
বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি জোবায়ের আহমেদ সাব্বির, সহ–সভাপতি সাদিয়া সামাদ দিপ্তি, সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস, সহ–সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক চৌধুরি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কার্যকরি সদস্য শনকিম সরকার, রমজান আলিসহ আরো অনেকে।
বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস বলেন, বসুন্ধরা গ্রুপের খাবার বিতরণ একটি মহৎ উদ্যোগ। আমরা বসুন্ধরা গ্রুপের মাধ্যমে শ্রমজীবী এবং দিনমজুর মানুষের পাশে থাকতে চাই। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগের সফলতা কামনা করছি।