মিরপুরে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসহায়তা
বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর মিরপুর নম্বর এলাকায় দুইজন অস্বছল নারীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘের দেওয়া খাদ্যসামগ্রীতে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সেমাই, শুকনো খাবার ও মুরগির মাংস দেওয়া হয়েছে।
খাদ্য সহায়তা নিতে এসে খোদেজা বেগম জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে।
অন্যের বাসায় কাজ করে সামান্য রোজগার করেন তিনি। তার সামান্য আয়ে স্ত্রী, শাশুড়ি ও দুই সন্তান নিয়ে কষ্টে জীবন যাপন করছেন তারা।
আরেক সুবিধাভোগী কমলা বেগম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। কাজ কাজকাম করবার পারি না। সন্তানদের নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি। খাবার পেয়ে আমি অনেক খুশি। আল্লাহ বসুন্ধরা শুভসংঘের সবাইকে ভালো রাখুক।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সদস্য নাজমুল হাসান মারুফ, আলিফ জাহেরি, রেদোয়ান ইসলাম, সাদিয়া আক্তার মীম।