ঈদ পরবর্তী চা-আড্ডা ও আলোচনা সভা

 

শুভ সংঘের গাজীপুর জেলা শাখার  সভাপতি মুসাফির ইমরানের সভাপতিত্বে  গাজীপুর আইডিয়াল কলেজে আজ বিকেল ৫ ঘটিকার সময় ঈদ পরবর্তী চাআড্ডা ও আলোচনা সভার আয়োজন সভার আয়োজন করে  বসুন্ধরাশুভসংঘ গাজীপুর জেলা শাখার সদস্যরা। 

চায়ের আড্ডায় শুভসংঘ গাজীপুর জেলার বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়, তার মধ্যে উল্লেখ্যযোগ্য দরিদ্র মহিলাদের সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ, রাসেলস ভাইপার সাপ নিয়ে জনগণের মাঝে সচেতনতা, জুলাই মাসে চড়ুইভাতী ও কমিট পুর্ণগঠন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সভায় সাহিত্য সম্পাদক কবি মামুন শেখ বলেন, আমাদের এখন থেকে বাংলাদেশের যে খ্যাতিম্যান সাহিত্যিক/কবি রয়েছেন তাদের জন্ম/মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা, নিয়মিত পাঠচক্রের আয়োজন করা যেতে পারে। এতে করে তরুণ প্রজন্ম কবি সাহিত্যিক সম্পর্কে জানতে পারবে আর পাঠচক্রের মাধ্যমে মানুষের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। 

সদস্য নিলয় আহমেদ শুভসংঘ নিয়ে স্মৃতিচারণ করে করে বলেন, বিগত বছর গুলো শুভসংঘ গাজীপুর জেলা শাখা বীরমুক্তিযোদ্ধার গৃহ নির্মাণ করে দিয়েছে, বৃক্ষরোপন করেছে, দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ সহ অসংখ্য ভালো কাজ করেছে। আমরা এই কাজের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।  

সভায় সভাপতি মুসাফির ইমরান বলেন, এখন আমাদের একমাত্র লক্ষ্যে আমাদের ভালো কাজের গতি বৃদ্ধি করা। শুভসংঘ যেভাবে দেশব্যাপী সামাজিক কাজ করছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের ছোট ছোট ভালো গুলোয় যখন মানুষের মুখে হাসি ফুটে উঠে সেটাই আমাদের সার্থকতা। দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা শুভসংঘ সব সময় পাশে আছে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, শুভ সংঘের গাজীপুর জেলা শাখার এস আর সিফাত, মুসাফির আরিফ, মোকসেদুল মোমিন, তানজিনা ইসলাম জেরিন, শশী নুর, শ্যামল হোসেন, জুয়েল, নিরব, হানিফ, আবু বক্কর ও জাকারিয়া প্রমুখ।  

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *