মুন্সীগঞ্জে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে গরীব-দুঃখীর মাঝে কোরবানীর গোশত ও খিচুড়ি বিতরণ

 

মুন্সীগঞ্জে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বেদে পল্লী ও বাস্তহারা বস্তিতে কোরবানীর গোশত ও খিচুড়ি বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদরের পুরাতন কাঠপট্টি এলাকার বেদে পল্লী ও নয়াগাঁও এলাকার বাস্তহারা বস্তিতে এ সকল খবার বিতরণ করা হয়। এ সময় মোট ২৫০ জন মানুষের মাঝে এ খাবার বিতরণ করে বসুন্ধরা শুভ সংঘ মুন্সীগঞ্জ জেলার সদস্যরা।
বসুন্ধরা শুভ সংঘের মহতি এ আয়োজনে শুভ ষংঘের বন্ধুদেন সাথে উপস্তিত থেকে খাবার বিতরণ করেন পঞ্চসার ইউনিয়ন পরিষদ সদস্য আম্বিয়া খাতুন, বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম, সাধারণ সম্পাদক ওয়াসিউ রহমান বৃন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন শুভ, আব্দুস সাত্তার রিফাত, সহ- সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন রিয়ন, দপ্তর সম্পাদক রিফাত হোসাইন, প্রচার সম্পাদক ইকরামুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক শাহরিয়ার অর্নব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজু, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসাইন আপন, কার্যকরী সদস্য আহসান, সাবিহা ইসলাম প্রমুখ।
বসুন্ধরা শুভ সংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম বলেন, আমাদেও দেশে এমন অনেক গরীব লোক আছে যারা চাইলেও গরুর মাংস কিনে খেতে পারেনা। আর এই কোরবানীতে গরীবের একটা হক থাকলেও অনেক মানুষের ভীরে কেউ কেউ হয়তো গোশত সংগ্রহও করতে পারেনি। তাই আমার বসুন্ধরা শুভ সংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে গরীব দুঃখী মানুষের জন্য সামান্য এ আয়োজন করি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *