অস্বচ্ছল রিকশাচালককে বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা
বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর শাখার উদ্যোগে অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহঃস্পতিবার (২০ জুন) সকাল ১০ ঘটিকায় রিকশাচালক আফসার আলীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্যসামগ্রী পেয়ে রিকশাচালক আফসার আলী জানায়, ছয় সদস্যের পরিবারে আমার একার পক্ষে রিকশা চালিয়ে খরচ বহন করা সম্ভব হয় নাহ। আমি অনেক কষ্টে দিন পার করছি। বসুন্ধরা শুভসংঘের এ সহায়তার কথা আমি কোনো দিন ভুলবো না।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি নীরঞ্জন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক নয়ন মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিন হাসান, অর্থ বিষয় সম্পাদক রমজান আলী, কার্যকরি সদস্য সনকিম সরকার।
খাদ্য সামগ্রী বিতরন শেষে বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ সাব্বির বলেন, “বসুন্ধরা শুভসংঘ তার কাজের মাধ্যমে যে মানবিক দৃষ্টান্ত রেখে চলেছে, তা অনন্য। আমরা এভাবেই সব সময় অসহায় মানুষগুলোর পাশে থাকতে চাই“।