শিশুদের মুখে হাসি ফোটাতে তারাকান্দায় বসুন্ধরা শুভসংঘের ইদ উপহার
বসুন্ধরা শুভসংঘ উদ্যোগে জামিয়া হোসাইনিয়া মদীনাতুল উলূম মাদরাসার গরিব ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। আজ শনিবার (১৫ জুন) বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের স্কুল ও কলেজ পড়ুয়া সদস্যরা টিফিন ও হাত খরচের টাকা বাঁচিয়ে এতিম ও গরিব শিক্ষার্থীদের মাঝে ইদ উপহার হিসেবে টিশার্ট,সেমাই,চিনি,নুডুলস বিতরন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সায়ের আলমগীর সরকার টুটুল, সিনিয়র শিক্ষিকা জনাবা কামরুন্নাহার, এডভোকেট সনি চৌধুরী, বকশিমুল কলেজর অধ্যক্ষ জনাব নাজমুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আবু সায়েম আকন্দ, সাধারণ সম্পাদক নাফিউন হাসান মুবীন, সাংগঠনিক সম্পাদক উম্মেল কাউসার তুষার, সদস্য রাকিবুল হাসান, জান্নাত, সেতু, শ্রাবণ, রোমান, ফজলে রাব্বি প্রমুখ।