বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ইডেন কলেজে বৃক্ষরোপ কর্মসূচী

 

সারা বিশ্বের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। বাংলাদেশে ও তার প্রভাব প্রতিয়মান। অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে সাধারণত জনজীবন ব্যহত হচ্ছে। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মূলত শিল্পায়ন, নগরায়ন, দূষণ, নির্বিচারে বন নিধন, বিভিন্ন ক্ষতিকর পদার্থের অতিরিক্ত নিঃসরণের কারণে ঘটছে। এই অতিরিক্ত তাপমাত্রার বৃদ্ধির হার কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে। তারই ধারাবাহিকতায় বসুন্ধরা শুভসংঘ ইডেন কলেজ শাখার আয়োজনে আজ বুধবার (১২ জুন) ক্যাম্পাস প্রাঙ্গণে ফলজ বনজ বৃক্ষ রোপন করা হয়। 

বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মিঠুন, ইফফাত সুলতানা,লাবণ্য রায়, সামসী আরা ছোঁয়া, সানজিদা নীলা, সাহিদা আরো অনেকে।

বৃক্ষরোপন কর্মসূচী শেষে বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম বলেন, ”আমাদের সকলের যৌথ প্রচেষ্টা এবং আমাদের যথাযথ সচেতনতাই পারে তাপমাত্রার এই অতিরিক্ত বৃদ্ধির লাগাম টেনে ধরতে। তাই আমাদেরকে পরিবেশ দূষণ বোধ করতে হবে এবং বৃক্ষরোপন কর্মসূচি আরো ভিত্তি করতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *