পথচারীদের শরবত বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

 

তীব্র গরমে অতিষ্ঠ শিক্ষার্থী, অভিভাবক, পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষ। অনবরত শরীর থেকে ঘাম ঝরছে। এক গ্লাস ঠান্ডা পানির শরবত হলে যেন একটু স্বস্তি মেলে। এ সকল সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লেবুর শরবত বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

আজ শুক্রবার (৭জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঠান্ডা পানির লেবুর শরবত বিতরণ করেন তাঁরা। সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত এ শরবত বিতরণ কর্মসূচি চলে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সহকারী প্রক্টর এ জি এম সাদিদ জাহান।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলায় লেবুর শরবত খেয়ে বসুন্ধরা শুভসংঘের ভূয়সী প্রশংসা করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা।

বগুড়া থেকে আসা মাসুদ রানা নামে এক শিক্ষার্থী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হতে এসে এমন ব্যতিক্রমী উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়েছি। ঠিক করেছি, সুযোগ পেলে আমিও শুভসংঘের সঙ্গে যুক্ত হবো। মানুষের জন্য কাজ করা নিঃসন্দেহে ভালো কাজ। আমিও ভালো কাজে যুক্ত হতে চাই।

ইকবাল বিশ্বাস নামে এক অভিভাবক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে অনেক কিছু শেখার আছে। এই তীব্র গরমে এক গ্লাস পানি যে প্রশান্তি দেয়, তা বোঝানো যাবে না। আমি ধন্যবাদ জানাই আয়োজকদের।

লেবুর শরবত পালন পান করে লাভলু মিয়া নামে রিক্সা চালক বলেন, ম্যালা ভালো হইছে। কলিজা ফেটে যাচ্ছিল। এক গ্লাস শরবতে অনেক উপকার হইলো। আপনাদের জন্যি দুআ করি। এরকম কাজ তে কেউ তো করে না। ’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সহকারী প্রক্টর এ জি এম সাদিদ জাহান বলেন, এই তীব্র গরমে মানুষকে শরবত বিতরণ অনেক ভালো কাজ। একটি ব্যতিক্রমী কাজ। মূলত ভালো মানুষরাই ভালো কাজে যুক্ত থাকে। বসুন্ধরা শুভসংঘের কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দবোধ করছি। ভবিষ্যতেও আমাকে সুযোগ পেলে আবার যুক্ত হবো।

পথচারীদের শরবত বিতরণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন কালের কণ্ঠ’র বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মো. জুনায়েত শেখ ও শুভসংঘের সাধারণ সম্পাদক রাকিব রায়হান।

আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের নতুন সদস্য মাহমুদুল হাসান, সাকেরুল ইসলাম, জুয়েল মিয়া, বাশির শাহরিয়ার হৃদয়, মাহমুদুল হাসান মামুন, খাদিজাতুল কুবরা, আলিশা জান্নাত, হোমাইরা, নাজিফা, রাকিবুল ইসলাম রিফাত ও অন্যান্যরা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *