বগুড়ায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সুরমী ২য় দফায় পেলেন বসুন্ধরা শুভসংঘ’র সহায়তা
দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত সুরমী আক্তার দ্বিতীয় দফা পেলেন বসুন্ধরা শুভসংঘ’র আর্থিক সহায়তা। একাধারে ডায়াবেটিক, কিডনী, চোখে রক্তক্ষরণে অন্ধত্ব, উচ্চ রক্তচাপ আর মানসিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়ার আজগর আলীর ছোট মেয়ে সুরমী আক্তার(২৩)। গত এপ্রিল মাস থেকে প্রতিমাসের চিকিৎসা খরচের পাশাপাশি তাঁকে আর্থিক সহায়তার ঘোষণা দেয় শুভসংঘ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুরমীর বাবা আসগর আলীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন, সহ-সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিকী সজল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সজীব, বগুড়া সদর থানার উপপরিদর্শক(এসআই) মন্জুরুর রহমান, শুভার্থী আকিব, নাফি, শিহাবসহ অন্যরা।
বগুড়া শুভসংঘের সাধারণ সম্পাদক আশফাক উর রহমান চন্দন জানান, এককালীন আর্থিক সহায়তা ছাড়াও প্রতিমাসে সুরমীর চিকিৎসার জন্য ৩হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করছে বসুন্ধরা শুভসংঘ।
উল্লেখ্য, বিভিন্ন জটিল রোগে সুরমী আপক্রান্ত হয়ে যেমসয় চিৎিসাধীন, সেই সময়ই দুটি কিডনী বিকল হয়ে পড়ে তার মা নূর জাহান বেগমের। সুরমী আর তার মায়ের চিকিৎসা করাতে গিয়ে সুরমীর বাবা আজগর আলীকে একে একে বিক্রি করতে হয় দুটি সিএনজি চালিত অটোরিকশা, লোহা-লক্করের (ভাঙড়ি) ব্যবসা প্রতিষ্ঠান। সর্বস্ব বিক্রি করেও বাঁচানো যায়নি সুরমীর মাকে। ২০২০ সালের জুন মাসে তিনি মারা যান। বাবার বিক্রির মতো অবশিষ্ট কিছু না থাকায় দীর্ঘদিন বিনাচিকিৎসায় ছিলেন সুরমী। এরপর তাঁর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে বসুন্ধরা শুভসংঘ।