সড়কের দুপাশে বৃক্ষরোপণ করল বসুন্ধরা শুভসংঘ

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। আজ বুধবার (৫ জুন) বিকালে সদর উপজেলার তুলারামপুর গ্রামে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

নড়াইলযশোর সড়কের তুলারামপুর এলাকায় সড়কের দুপাশে সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষ্ণচুড়া ও বকুল গাছ রোপণ করে বসুন্ধরা শুভসংঘ নড়াইল সদর উপজেলা শাখার সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদর উপজেলা শাখার মো. ফয়সাল শিকদার সেতু, মো. রেজওয়ান হোসেন, মো. হাসিবুল হাসান, মো. জাবেদ শিকদার, শুভ বিশ্বাস, মো. ছাকিব শিকদার, রমজান, মো. আকাশ মোল্যা, মো. আব্দুল্লাহ শিকদার।

বৃক্ষরোপণ প্রসঙ্গে মো. ফয়সাল শিকদার সেতু বলেন, ‘এ ধরণীতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছিল মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এককথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রেখে থাকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *