বাড়ি গিয়ে ঈদপোশাক পৌঁছে দিলো ব্রাহ্মণবাড়িয়া শুভসংঘ

 

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিয়ে বসুন্ধরা শুভসংঘ। বুধবার বিকেলে পৌর এলাকার বিভিন্নস্থানে অসহায় ২০ জনের বাড়িতে গিয়ে এসব উপহার তুলে দেওয়া হয়। এসব উপহারের মধ্যে ছিলো ১০টি শাড়ি ও ১০টি লুঙ্গি। বিডি অ্যানিমেল হেলফ নামে একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় শুভসংঘ এ আয়োজন করে।
শুভসংঘের সভাপতি মো. হেদায়েতুল আজিজ মুন্না ও সাধারন সম্পাদক শারমীন সুলতানা পৌর এলাকার মেড্ডায় বই বিতরণ কার্যক্রম শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, কালের কণ্ঠের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, শুভ সংঘের সদস্য চয়ন বিশ্বাস এ কার্যক্রমে যুক্ত ছিলেন।
উপকারভোগীরা শুভসংঘের এ উদ্যোগকে স্বাগত জানান। তাদের অনেকেই জানান যে, ঈদে হয়তো নতুন কাপড় কেনা হতো না। আবার কেউ কেউ উল্লেখ করেন দীর্ঘদিন পর এবারের ঈদে নতুন পোশাক পড়তে পারবেন। বসুন্ধরা শুভসংঘের প্রতি এজন্য তারা কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

বিডি অ্যানিমেল হেলথ এর স্বত্বাধিকারি মো. রাসেল আহমেদ জানান, শুভসংঘের প্রতিটি কার্যক্রমই ব্যতিক্রম। শুভসংঘ যখনই কোনো উদ্যোগ নেয় এর সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করা হয়। ভবিষ্যতে শুভসংঘের পাশে থাকবে বিডি অ্যানিমেল হেলথ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *