বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের সাথে ইফতার মাহফিল
বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার আয়োজনে বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাস–২ এর শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীর মিরপুর–১৪ নম্বরের গোয়ালবাড়ীতে বসুন্ধরা শুভসংঘ স্কুলের কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে স্কুলের চল্লিশজন শিক্ষার্থী অংশ নেয়। এসময় শিক্ষার্থীদের নানা ধরণের মুখরোচক খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কাফরুল থানা শাখার উপদেষ্টা উম্মে হানি প্রাপ্তি, শাহনাজ মহিমা, সহ সভাপতি তৌফিক আল সাদিফ, বীথি রয়, দিবা দেবনাথ, নুসরাত জাহান শ্রাবনী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাজিন যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিতা চাকমা, মোমতারিন জাহান, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মারুফ, আপ্যায়ন সম্পাদক মাহবুবা মাহিমা, যোগাযোগ সম্পাদক ওয়ালী খান ইউসুফযাই, সাহিত্য সম্পাদক সাদমান তাহসিন, স্বাস্থ্য ও মানবসম্পাদ সম্পাদক সেজুতি আক্তার, সমাজকল্যান সম্পাদক সাদিয়া আক্তার মিম, প্রচার সম্পাদক রিমি আক্তার, দপ্তর সম্পাদক অন্বেষা পাল পূজা, অর্থ সম্পাদক আলিফ বিন জামান, সদস্য আলিফ জাহেরি, মাহাদী রশিদ, সাজ্জাদুর রহমান শেখ, তাহসিন ইকবাল ত্রিশা ও সাদিয়া ইকবাল তানিশা।
আয়োজকরা জানায়, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রতিদিনই সারাদেশেই অসহায় মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের পরিবারও অস্বচ্ছল। তাই তাদের জন্য আজ আমরা ইফতারের ব্যবস্থা করেছি। আজ তাদের জন্য ইফতারের ব্যবস্থা করতে পেরে আমরা অনেক খুশি।