কেশবপুরে দরিদ্র ও এতিম শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ইফতার অনুষ্ঠিত
যশোর জেলার কেশবপুর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দরিদ্র ও এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩৩ জন শিক্ষার্থীসহ শতাধিক মুসল্লির মধ্যে ইফতার বিতরণ করা হয়।
ইফতারের আগে বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি খন্দকার শফির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোগতীনরেন্দ্রপুর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব বাবলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর সরকার, ভোগতীনরেন্দ্রপুর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভোগতী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কালের কণ্ঠের প্রতিনিধি নূরুল ইসলাম খান, সাংবাদিক কামরুজ্জামান রাজু প্রমুখ।
বসুন্ধরা গ্রুপের উন্নত মানের ইফতারি পেয়ে মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থী ইকরামুল হোসেন ও আলিমুল ইসলাম জানায়, অনেকদিন পর একসঙ্গে হরেক রকমের ইফতারি খেতে পেরে খুবই ভালো লাগলো। মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এবারই প্রথম এখানে ইফতারির আয়োজন করা হয়েছে। এজন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলোচনা শেষে এতিমখানা সংলগ্ন মসজিদের ইমাম হাফেজ ওলিউল্লাহ দোয়া পরিচালনার সময় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।