বসুন্ধরা শুভসংঘ ধামরাই উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে
আজ মঙ্গলবার (২৮ মে) বিকালে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আম, কাঠাল, জাম্বুরা, বেল, তেতুলসহ বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা রোপণ করে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি মিঠুন সুত্রধর, সহসভাপতি মো. রাকিবুল হাসান, মো. দিপু, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর ইসলাম, আফরিনা তাবাসসুম রিপা, নাজমুল হাসান সানি, শুভ বাকালি, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম আকরাম, উপ সাংগঠনিক সম্পাদক মো. মাহিম চৌধুরী, তানভীর আহম্মেদ, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম নাজম, সহ অর্থ সম্পাদক মাহমুদুল হাসান সিয়াম, দপ্তর সম্পাদক অপু ঘোষ, প্রচার সম্পাদক আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক মো. তানভির আহমেদ, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো. রিফাত হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রাবেয়া সাহরীন, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহানা চৌধুরী টুম্পা, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহানুর রহমান মৃদুল, সাহিত্য বিষয়ক সম্পাদক সপ্তর্ষী রায়, পরিকল্পনা বিষয়ক সম্পাদক নাঈম হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন শেখ, নারী সম্পাদক ফারিজানা অথী, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া হোসেন, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান, মো. মাহবুব, সরোয়ার জাহান সিদ্দিক, শাহেদ শরীফ মনির ও জুয়াই রিয়া।
বৃক্ষরোপণ প্রসঙ্গে সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম আকরাম বলেন, বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে, যার ফলশ্রুতিতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শীতের প্রকোপ কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা শুভসংঘ সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সংগঠনের প্রতিটি সদস্য অবদান রাখছে। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ঔষধি ও অন্যান্য গাছের চারা রোপণ করছে। বসুন্ধরা শুভসংঘ সর্বদা শুভ কাজে সবার পাশে থাকবে।