ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শ্রমজীবি ও ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ
তীব্র গড়মে কিছুটা প্রশান্তি দিতে ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তৃষ্ণার্ত্ব শ্রমজীবি ও সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে খাবার স্যালাইন ও বোতলজাত ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পৌর শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়, জর্জকোট চত্তর ও বঙ্গবন্ধু সড়কে এই আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা কমটি।
এসময় বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সভাপতি তাপস দেব নাথ, পলিটেকনিক শাখার সাধারন সম্পাদক মো: রাতুল হাসান শাফি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মাহাফুজা ফারিহা মারজান, শুভসংঘ সরকারি সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফয়সাল চৌধুরী, সাধারন সম্পাদক প্রণব দেব নাথ সহ রাকিব ইসলাম, জামালী ও কালের কন্ঠ জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস উপস্থিত ছিলেন।
রিকসা চালক আবুল কালাম জানান, এই গড়মে শরির না চললেও পরিবারের খরচ চালাতে গড়ম উপেক্ষা করে বাধ্য হয়েই রিকসা চালাতে হচ্ছে। এসময় হঠাৎ করে রাস্তার মধ্যেই ছেলে-মেয়েরা যে ঠান্ডা পানির বোতল ও সেলাইন দিলো তা খেয়ে মনে হচ্ছে শরিরে প্রাণ ফিরে পেলো, আল্লাহ্ তাদের ভালো করুক।
ট্রাফিক পুলিশ জুলফিকার বলেন, গড়ম, ঠান্ডা, বৃষ্টি যাই হোক মানুষের জন্য রাস্তায় ডিউটি করতে হয়। মানুষের সহযোগীতায় মানুষ পাশে থাকে – পাশে আসে। তীব্র গড়মে তৃষ্ণার্ত্ব মানুষকে ঠান্ডা পানি ও স্যালাইন দিয়ে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা আজ তা প্রমাণ করে দিল, তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখা কমিটির সভাপতি তাপস দেব নাথ জানান, শুভ কাজে সবসময় শুভসংঘের সদস্যরা সকলের পাশে থেকে অতিতেও সহযোগীতা করেছে , এখনো করছে। চলমান তীব্র গড়মে শুভসংঘের এমন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।