‘বসুন্ধরা’ ‘শুভসংঘে’র ব্যাতিক্রমী উদ্যোগ ফেনীতে প্রতিবেদন তৈরী কর্মশালায় অংশ নিল বিশ সাংবাদিক

 

ফেনীতে ‘বসুন্ধরা’ ‘শুভসংঘে’র আয়োজনে প্রতিবেদন তৈরী কর্মশালায় অংশ নিল শহরের বিভিন্ন দৈনিকে কর্মরত ২০ জন তরুন সাংবাদিক। শনিবার সকালে শহরের ট্রাংক রোডে ‘দৈনিক ফেনী’ অফিসে কাগজটির সহায়তায় এ ব্যাতিক্রমী কর্মশালার আয়োজন করা হয়।

‘শুভসংঘ’ ফেনী শাখার প্রধান উপদেষ্টা ও বিএমএ ফেনী শাখার সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসারের সভাপতিত্বে ও ‘কালের কন্ঠে’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারার সঞ্চালনায় এতে সূচনা পর্বে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোক্তার হোসেইন। বিশেষ অতিথি ছিলেন ‘ফেনীর সময়’ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ‘দৈনিক এবেলা’ সম্পাদক যতন মজুমদার, ‘নয়া পয়গাম’ সম্পাদক এনামুল হক পাটোয়ারি। স্বাগত বক্তব্য রাখেন ‘দৈনিক ফেনী’র নির্বাহী সম্পাদক ও ‘এটিএন নিউজে’র জেলা প্রতিনিধি দিদারুল আলম।

বিকেলে সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন ‘সময় টিভি’র ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুননা। বিশেষ অতিথি ছিলেন ‘ডিবিসি নিউজ’ ও ‘ডেইলী অবজারভারে’র জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, ‘দৈনিক স্টার লাইনে’র নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন। প্রশিক্ষক হিসেবে ছিলেন ‘বিটিভি’র জেলা প্রতিনিধি শওকত মাহমুদ ও ‘ডেইলী সান’ ‘দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন। কর্মশালায় অংশগ্রহনকারী সাংবাদিকদের পাঁচটি দলে ভাগ করে পাঁচটি অ্যাসাইনমেন্ট দেয়া হয় এবং আগামী ৪ দিনের মাঝে প্রতিবেদন তৈরী করে ‘দৈনিক ফেনী’তে জমা দেবার ব্যাপারে সকলে একমত পোষণ করেন। এসব প্রতিবেদন পরে কাগজটিতে প্রকাশিত হবে। এ ছাড়া তিন জনকে তিনটি ফিচার রচনার দায়িত্ব দেয়া হয়।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *