শ্রমজীবী মানুষদের খাবার দিলো বসুন্ধরা শুভসংঘ

 

চট্টগ্রামের লোহাগাড়ায় শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ শনিবার (২০ এপ্রিল) দুপু্রে উপজেলা শহরে রিকশাচালক ও দিনমজুরদের উন্নতমানের খাবার প্রদান করা হয়।

তীব্র দাবদাহে পুড়ছে পুরো দেশ। কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বৈশাখের এই কাঠফাটা রোদে ঠিকমতো কাজ করতে পারছেন না তারা। শ্রমজীবী এ সব মানুষদের হাতে দুপুরের খাবার তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ লোহাগাড়া উপজেলা শাখা। 

খাবার পেয়ে রিকশাচালক মজিবর রহমান বলেন, ‘এই তীব্র রোদের কারণে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে। এত গরম যে রাস্তায় দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে। গরমের কারণে মানুষ কম বের হচ্ছে। ফলে আয়ইনকাম কমে গেছে। যার কারণে নিয়মিত খাবারের যোগান দেয়া কষ্টসাধ্য। আপনাদের দেয়া এই খাবার পেয়ে একবেলার জন্য হলেও নিশ্চিন্ত হলাম।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লোহাগাড়া উপজেলা  শাখার উপদেষ্টা নুরুউদ্দিন হাসান বাবলু, সভাপতি নাহিয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ ও দপ্তর সম্পাদক কাজি রনি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *