ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত এলাকায় এতিম শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের একমাসের খাদ্যসামগ্রী উপহার
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের কোঠাপাড়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ ৪৫ জনের খাদ্যসামগ্রী এক মাসের খাবার হিসেবে ৫০ কেজি চাল উপহার দেওয়া হয়েছে। বুধবার বিকালে বসুন্ধরা চেয়ারম্যানের দেয়া এই উপহার মাদরাসা ও এতিমখানা কতৃপক্ষের হাতে তুলে দেন ঠাকুরগাঁও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। এসময় মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ শাহ আলম, হাফেজ মোহাম্মদ মাহে আলম ,সহসভাপতি শাহ মোহাম্মদ ইরিফান আলী, শুভসংঘ ঠাকুরগাঁও পলিটেকনিক শাখার সাধারন সম্পাদক মো: রাতুল হাসান শাফি সহ অন্যান্য সদস্যরার উপস্থিত ছিলেন।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ শাহ আলম বলেন, বসুন্ধরার চেয়ারম্যান অনেক ভালো মানুষ। এই যুগে ভালো মানুষ না হলে কেউ কাউকে সাহায্য করে না। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় মাদরাসা ও এতিমখানার অনাথ শিশুদের জন্য নিয়মিত খাদ্যসামগ্রী উপহার প্রদান অনেক বড় বিষয়। আমরা তাঁর জন্য প্রতিদিন দোয়া করব। তিনি যেন সবসময় সুস্থ থাকে আর দির্ঘায়ু হয়।