পাবিপ্রবিতে শুভসংঘের ‘জলবায়ু পরিবর্তন’ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা’ চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন ড. রাহিদুল ইসলাম রাহী।
বসুন্ধরা শুভ সংঘের পাবিপ্রবি শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী তন্ময় কুমারের সঞ্চালনায় আলোচক বলেন, ‘আমাদের অবকাঠামোগত উন্নয়নের ফলে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে। ছোটবেলায় গরমের আসলে আমরা পাটি নিয়ে বাড়ীর উঠোনে শুয়ে পড়তাম, এখন সেই সুযোগ নেই। গ্রামে নদী নালা অনেক ছিল, এখন নগরায়নের ফলে সব কিছু বিলীন হয়ে যাচ্ছে। প্রকৃতির প্রতি আমরা নিষ্ঠুর ব্যবহার করছি। যার ফলে প্রকৃতিও এখন আমাদের নিষ্ঠুর ব্যবহার শুরু করেছে।’
এ সময় তিনি আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিক একটি রাজনীতি চলছে। উন্নত দেশগুলো বেশি কার্বন নিঃসরণ করে তারাই আবার উন্নয়নশীল দেশগুলোকে কার্বন নিঃসরণ করার কথা বলছে। উন্নত বিশ্ব তাদের তাদের দেওয়া প্রতিশ্রæতি রাখলে জলবায়ু পরিবর্তনের সমস্যার সমাধান সহজ হতো।’
আলোচনা শেষে তিনি শুভসংঘের সদস্যদের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি তাসনিমুল হাসান সাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ান হৃদয়, সাংগঠনিক সম্পাদক প্রান্তিক সরকার সহ অন্যান্য সদস্যরা।