কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দুই মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান
গাজীপুরের কালিয়াকৈরে দুই মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘের কালিয়াকৈর উপজেলা শাখা। শনিবার কোনাবাড়ী ডিগ্রি কলেজ প্রাঙ্গনের ওই কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী রমজান আলী ও ইসরাফিলকে উচ্চমাধ্যমিক-২০২৪ এর রেজিষ্ট্রেশন ফি তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস এর উপস্থিতিতে ওই শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তা তুলে দেওয়া হয়।
শিক্ষা সহায়তা পেয়ে রমজান আলী বলেন, বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতার কথা শুনে আমার পরিবার বসুন্ধরা গ্রুপের সমৃদ্ধির জন্য মঙ্গল কামনা করেছে।
অপর শিক্ষার্থী ইসরাফিল বলেন, তার পরিবারের পক্ষেক্ষএই অর্থ বহন করা ছিল খুবই কষ্ট সাধ্য। বসুন্ধরা শুভসংঘকে এমন মহৎ উদ্যোগ নিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস বলেন, বসুন্ধরা গ্রুপের শিক্ষা সহায়তা প্রদানের মাধ্যমে দুজনের পাশে থাকতে পেরে অনুপ্রাণিত। আমরা বসুন্ধরা গ্রুপের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে থাকা সকল মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে শিক্ষা নিশ্চিত করতে চাই। একটি সমৃদ্ধ জাতি গড়ে তুলতে বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগের সফলতা কামনা করছি।