নন্দীগ্রামে স্যালাইন পানি নিয়ে শ্রমজীবীদের পাশে শুভসংঘ

 

তীব্র দাবদাহে বিপাকে পড়েছে খেটে-খাওয়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। কারণ তীব্র তাপমাত্রা উপেক্ষা করে জীবন-জীবিকার তাগিদে অনেক কষ্ট করে তাদের কাজ করতে হচ্ছে। তাদের কথা চিন্তা করে একটু স্বস্তি ও ক্লান্তি দূর করতে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ নন্দীগ্রাম উপজেলা শাখা।

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় নন্দীগ্রাম শহরের বাসষ্ট্যান্ডে চার শতাধিক খেটে-খাওয়া শ্রমজীবীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার বন্ধুরা।

এ সময় নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জামিরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক শফি উদ্দিন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, শুভসংঘ নন্দীগ্রাম উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের প্রতিনিধি ফিরোজ কামাল ফারুক, উপজেলা শাখার সভাপতি হাকীম এমএ মান্নান, সাধারন সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, সদস্য শহিদুল ইসলাম, আবুল হোসেন উপস্থিত ছিলেন।

রিকশাচালক হযরত আলী জানান, এই গরমে শরীর না চললেও পরিবারের খরচ চালাতে গরম উপেক্ষা করে বাধ্য হয়েই রিকশা চালাতে হচ্ছে। ‘আমাদের তৃষ্ণা মেটাতে বসুন্ধরা শুভসংঘ পানি ও খাবার স্যালাইন দেবে ভাবতে পারি নাই। তাদের এই উদ্যোগে আমিসহ আমার মতো অনেক রিকশা ও ভ্যানচালক ভাইয়েরা অনেক উপকৃত হবে।’

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জামিরুল ইসলাম বলেন, তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষকে পানি ও স্যালাইন দিয়ে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা আজ তা প্রমাণ করে দিলেন, তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

বসুন্ধরা শুভসংঘ নন্দীগ্রাম উপজেলা শাখা কমিটির সভাপতি হাকীম এমএ মান্নান জানান, শুভকাজে সব সময় শুভসংঘের সদস্যরা সকলের পাশে থেকে অতীতেও সহযোগিতা করেছে, এখনো করছে। বর্তমানে দাবদাহের কারণে জনজীবন হুমকির মুখে ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *